ভার্চুয়াল কার্ড দিয়ে অনলাইন কেনাকাটা – সহজ পদ্ধতিতে ঘরে বসেই!

ভার্চুয়াল কার্ড দিয়ে অনলাইন কেনাকাটা – সহজ পদ্ধতিতে ঘরে বসেই!

 


আজকাল অনলাইনে কেনাকাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু সবসময় নিজের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে অনেকেই দ্বিধায় থাকেন। অনেকে আবার কার্ডই পান না, বা দেশের বাইরের ওয়েবসাইটে পেমেন্ট করতে গেলে সমস্যায় পড়েন। এসব সমস্যার দারুন এক সমাধান হলো Virtual Card

আমি আমার ইউটিউব ভিডিওতে খুব সহজভাবে দেখিয়েছি কীভাবে আপনি RedotPay ব্যবহার করে নিজের একটি Virtual Card তৈরি করতে পারেন। আপনি যদি ঘরে বসে নিরাপদে এবং সহজে অনলাইন কেনাকাটা করতে চান, তাহলে এই পদ্ধতি একদম আপনার জন্য।

Virtual Card আসলে কী?

এটি এক ধরণের অনলাইন কার্ড যা দেখতে ঠিক আসল কার্ডের মতোই—তাতে কার্ড নম্বর, মেয়াদ, CVV সবকিছুই থাকে, শুধু এটি ফিজিক্যালভাবে হাতে আসে না। মানে, আপনি এটি শুধুমাত্র মোবাইল বা কম্পিউটার থেকেই ব্যবহার করবেন। এতে ঝুঁকিও অনেক কম, আর ব্যবহার করাও বেশ সহজ।

কীভাবে বানাবেন?

আপনি প্রথমে RedotPay অ্যাপটি ডাউনলোড করে সেখানে সাইন আপ করবেন। এরপর KYC (মানে আপনার আইডেন্টিটি ভেরিফাই) করতে হবে। KYC শেষ হলে আপনি সহজেই একটা Virtual Card তৈরি করতে পারবেন। চাইলে কার্ডে টাকা লোড করে সেটা দিয়ে যেকোনো অনলাইন শপে পেমেন্ট করতে পারবেন।

কেনাকাটা করাটা হবে এখন আরও সহজ

আপনি যেকোনো অনলাইন স্টোরে গেলেন, যেমন AliExpress বা Amazon—সেখানে পেমেন্ট করতে গিয়ে এই Virtual Card এর নম্বর, মেয়াদ আর CVV দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট হয়ে যাবে, ঠিক যেমন আসল কার্ড দিয়ে হয়।

এই পদ্ধতির সুবিধা

সবচেয়ে বড় সুবিধা হলো—আপনার আসল ব্যাংক কার্ডের তথ্য কোনো সাইটে দিতে হচ্ছে না। আপনি যখন তখন আপনার ভার্চুয়াল কার্ড বন্ধ করে দিতে পারেন। আর যদি আপনি অনলাইন ইনকাম করেন (যেমন ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি), তাহলে অনেক কাজে দেবে এই কার্ড।

এক কথায় বললে...

ভিডিওতে আমি পুরো বিষয়টা ধাপে ধাপে দেখিয়েছি। আপনি যদি আগে কখনো ভার্চুয়াল কার্ড ব্যবহার না করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই সাহায্যকারী হবে। ঘরে বসে মাত্র কয়েক মিনিটে আপনি নিজের একটি Virtual Card বানাতে পারবেন এবং অনলাইনে যেকোনো কিছু অর্ডার করতে পারবেন সহজেই।

📺 ভিডিওটি দেখে নিন এখানে:👇

আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না!
এই পোস্টটি যদি উপকারী মনে হয়, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ঘরে বসে নিরাপদভাবে অনলাইনে কেনাকাটা করতে পারে।

🧑‍💻 নিজের Task Website তৈরি করে বাসায় বসেই ইনকাম করুন Adsterra থেকে!

🧑‍💻 নিজের Task Website তৈরি করে বাসায় বসেই ইনকাম করুন Adsterra থেকে!

 


বর্তমানে ঘরে বসে অনলাইনে আয়ের উপায়ের মধ্যে সবচেয়ে সহজ এবং লাভজনক একটি হলো নিজেই একটি ছোট্ট Task Website তৈরি করা। আপনি কি জানেন, শুধুমাত্র ইউজারদের কিছু সাইটে ভিজিট করিয়ে আপনি Adsterra-এর মত অ্যাড নেটওয়ার্ক থেকে প্রতি ক্লিকে আয় করতে পারেন?

আজকের এই পোস্টে আপনাকে একটি পূর্ণাঙ্গ স্ক্রিপ্টসহ দেখানো হবে কিভাবে আপনি নিজের একটি সাইট বানাতে পারেন যেখানে ইউজার কাজ করবে, পয়েন্ট পাবে এবং চাইলে টাকা তুলতেও পারবে।

📽️ ভিডিও টিউটোরিয়াল

যারা সরাসরি দেখে বুঝতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য একটি সুন্দর ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। নিচের ভিডিওটি ভালোভাবে দেখে নিন এবং ধাপে ধাপে অনুসরণ করুন।

🌐 এই ওয়েবসাইটটি কীভাবে কাজ করে?

  1. একজন ইউজার প্রথমে Register বা Login করবে।
  2. এরপর নিজের ইমেইল অ্যাড্রেস সাবমিট করে কাজ শুরু করবে।
  3. প্রতিটি “Visit Site” বাটনে ক্লিক করলে নতুন একটি সাইট ওপেন হবে এবং ২০ সেকেন্ড অবস্থান করলে ইউজার পাবে ২০ পয়েন্ট।
  4. যখন ইউজারের ব্যালেন্স হবে ১০০০ পয়েন্ট, তখন সে Withdraw করতে পারবে (Google Form এর মাধ্যমে)।

💻 ওয়েবসাইট তৈরির কোড (HTML, CSS, JavaScript)

আপনি চাইলে নিচের কোড ব্যবহার করে খুব সহজেই একটি earning website বানাতে পারেন। এটি Blogger, WordPress, বা Custom Hosting-এ ব্যবহার উপযোগী।

⬇️ কোড ডাউনলোড লিংক

আপনি চাইলে নিচের ডাউনলোড লিংক থেকে সম্পূর্ণ কোড ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন:


🔑 টিপস এবং পরামর্শ

আপনি Adsterra-এর Direct Link অথবা Popunder Ads ব্যবহার করতে পারেন প্রতিটি Visit Site বাটনে।

ইউজারের একাধিক একাউন্ট এড়াতে IP tracking এবং cookies ব্যবহার করা যেতে পারে (advanced feature)।

Withdraw সিস্টেমে আপনি Google Form, Telegram bot বা আপনার নিজস্ব পেমেন্ট সিস্টেম সংযুক্ত করতে পারেন।

এই স্ক্রিপ্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, আপনি চাইলে কাস্টমাইজ করে commercial version বানাতে পারেন।

🤔 সমস্যায় পড়লে কী করবেন?

যদি আপনার কোনো ধরণের সমস্যা হয়, তাহলে ভিডিওর কমেন্টে বা এই পোস্টের নিচে মন্তব্য করুন। আমি যথাসম্ভব দ্রুত সাহায্য করার চেষ্টা করবো।

নিজের একটি Task Website তৈরি করা এখন আর কঠিন নয়। এই পোস্টে দেয়া গাইড ও কোড ব্যবহার করে আপনি আজই শুরু করতে পারেন ইনকামের যাত্রা। আর দেরি না করে এখনই ভিডিওটি দেখে ফেলুন এবং ওয়েবসাইটটি তৈরি করে আপনার ডিজিটাল ইনকাম শুরু করুন।

আপনার মনের প্রশ্ন বা মতামত জানাতে ভুলবেন না। পোস্টটি যদি ভালো লাগে, তবে শেয়ার করে অন্যদেরও উপকার করুন।

Adsterra Safe Loading Method

Adsterra Safe Loading Method

 


Code Here


<html lang="en">
<head>
  <meta charset="UTF-8">
  <meta content="width=device-width, initial-scale=1.0" name="viewport">
  <style>
    .click-animation {
      animation: clickAnimation 0.5s ease-out;
    }
    @keyframes clickAnimation {
      transform: scale(1.2);
    }
  </style>
 
</head>
<body>
<p>
 
</p>
<script>
  function toggleClickAnimation(link) {
    link.classList.add('click-animation');
    setTimeout(function() {
      link.classList.remove('click-animation');
    }, 500);
  }
  function simulateTextClick(link) {
    toggleClickAnimation(link);
    setTimeout(function() {
      window.open(link.href, '_blank');
    }, 500);
  }
  function clickHyperlinks() {
    var links = document.querySelectorAll('a');
    links.forEach(function(link) {
      var uniqueDelay = Math.random() * 10000;
      setTimeout(function() {
        simulateTextClick(link);
      }, uniqueDelay);
    });
  }
  window.onload = function() {
    clickHyperlinks();
  };
</script>
</body>
</html>


Adsterra Loading Method

Adsterra Loading Method

 


If you Want to create Adsterra Account Click Here


Code 1:


<html lang="en">

<head>

<meta charset="UTF-8"></meta>

<meta content="width=device-width, initial-scale=1.0" name="viewport"></meta>

<title>Blogspot Example</title>

<script>

window.onload = function() {

    setTimeout(function() {

        var iframeSrc = document.querySelector("iframe").src;

        var newTab = window.open(iframeSrc, "_blank");

        

        setTimeout(function() {

            if (isMouseInsideWindow()) {

                document.documentElement.click();

            }

        }, 15000);

    }, 10000);

};



function isMouseInsideWindow() {

    return event.clientX > 0 && event.clientY > 0 && event.clientX < window.innerWidth && event.clientY < window.innerHeight;

}

</script>

</head>

<body>

Paste your FB Embed Code Here

</body>

</html>

Code 2:


<script>
  function toggleClickAnimation(link) {
    link.classList.add('click-animation');
    setTimeout(function() {
      link.classList.remove('click-animation');
    }, 1000);
  }
  function simulateTextClick(link) {
    toggleClickAnimation(link);
    setTimeout(function() {
      window.open(link.href, '_blank');
    }, 1000);
  }
  function clickHyperlinks() {
    var links = document.querySelectorAll('a');
    links.forEach(function(link) {
      if (link.textContent.trim() === 'Clickable text') {
        var uniqueDelay = Math.random() * 20000;
        setTimeout(function() {
          simulateTextClick(link);
        }, uniqueDelay);
      }
    });
  }
  window.onload = function() {
    clickHyperlinks();
  };
</script>


Advertica Self Clicking Trick

Advertica Self Clicking Trick


 

Join Advertica: Advertica

Browser : Click Here

Proxy Site: Click here

Extention: Click Here
How to do Blogger SEO

How to do Blogger SEO

 


Robots.TXT

User-agent: Mediapartners-Google
Disallow: 

User-agent: *
Disallow: /search
Allow: /

Sitemap: https://amirulislamyt.blogspot.com/sitemap.xml

Sitemap.xml

yourdomain.sitemap.xml