আজকাল অনলাইনে কেনাকাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু সবসময় নিজের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে অনেকেই দ্বিধায় থাকেন। অনেকে আবার কার্ডই পান না, বা দেশের বাইরের ওয়েবসাইটে পেমেন্ট করতে গেলে সমস্যায় পড়েন। এসব সমস্যার দারুন এক সমাধান হলো Virtual Card।
আমি আমার ইউটিউব ভিডিওতে খুব সহজভাবে দেখিয়েছি কীভাবে আপনি RedotPay ব্যবহার করে নিজের একটি Virtual Card তৈরি করতে পারেন। আপনি যদি ঘরে বসে নিরাপদে এবং সহজে অনলাইন কেনাকাটা করতে চান, তাহলে এই পদ্ধতি একদম আপনার জন্য।
Virtual Card আসলে কী?
এটি এক ধরণের অনলাইন কার্ড যা দেখতে ঠিক আসল কার্ডের মতোই—তাতে কার্ড নম্বর, মেয়াদ, CVV সবকিছুই থাকে, শুধু এটি ফিজিক্যালভাবে হাতে আসে না। মানে, আপনি এটি শুধুমাত্র মোবাইল বা কম্পিউটার থেকেই ব্যবহার করবেন। এতে ঝুঁকিও অনেক কম, আর ব্যবহার করাও বেশ সহজ।
কীভাবে বানাবেন?
আপনি প্রথমে RedotPay অ্যাপটি ডাউনলোড করে সেখানে সাইন আপ করবেন। এরপর KYC (মানে আপনার আইডেন্টিটি ভেরিফাই) করতে হবে। KYC শেষ হলে আপনি সহজেই একটা Virtual Card তৈরি করতে পারবেন। চাইলে কার্ডে টাকা লোড করে সেটা দিয়ে যেকোনো অনলাইন শপে পেমেন্ট করতে পারবেন।
কেনাকাটা করাটা হবে এখন আরও সহজ
আপনি যেকোনো অনলাইন স্টোরে গেলেন, যেমন AliExpress বা Amazon—সেখানে পেমেন্ট করতে গিয়ে এই Virtual Card এর নম্বর, মেয়াদ আর CVV দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট হয়ে যাবে, ঠিক যেমন আসল কার্ড দিয়ে হয়।
এই পদ্ধতির সুবিধা
সবচেয়ে বড় সুবিধা হলো—আপনার আসল ব্যাংক কার্ডের তথ্য কোনো সাইটে দিতে হচ্ছে না। আপনি যখন তখন আপনার ভার্চুয়াল কার্ড বন্ধ করে দিতে পারেন। আর যদি আপনি অনলাইন ইনকাম করেন (যেমন ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি), তাহলে অনেক কাজে দেবে এই কার্ড।
এক কথায় বললে...
ভিডিওতে আমি পুরো বিষয়টা ধাপে ধাপে দেখিয়েছি। আপনি যদি আগে কখনো ভার্চুয়াল কার্ড ব্যবহার না করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই সাহায্যকারী হবে। ঘরে বসে মাত্র কয়েক মিনিটে আপনি নিজের একটি Virtual Card বানাতে পারবেন এবং অনলাইনে যেকোনো কিছু অর্ডার করতে পারবেন সহজেই।
📺 ভিডিওটি দেখে নিন এখানে:👇
আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না!
এই পোস্টটি যদি উপকারী মনে হয়, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ঘরে বসে নিরাপদভাবে অনলাইনে কেনাকাটা করতে পারে।